একটি বিশেষ পোষ্ট
লিখেছেন লিখেছেন জহির উল হক ৩১ অক্টোবর, ২০১৩, ১১:৪৭:৩৮ সকাল
ভয়ে ভয়ে ছিলাম হরতালের এই তিনদিন ।পরিস্থিতি যখন ভীষণ সংকটময় হয়ে উঠবে না জানি কোন সময় আত্মঘাতী বোমা ফুটায় ।পরিস্থিতি সঙ্কটময় হয়েছে কিন্তু আত্মঘাতী বোমাটোমা ফুটে নাই ।আল্লাহ্ না করেছেন একটা যদি আত্মঘাতী বোমা হামলা হত তাহলে আমেরিকার টুইন টাওয়ারের মত তদন্ত ছাড়াই হেফাজতের দিকে আঙ্গুল তাক করত প্রোফাগান্ডা বাহীনি । আমি বলতেছি না মুসলমানরা আত্মঘাতী হয় না ।যেহেতু এই রকম সঙ্কটময় অবস্থায় কোন আত্মঘাতী বোমা হামলা হয় নাই সেহেতু বাংলাদেশে বর্তমানে কোন জঙ্গী সংঘটন সক্রিয় নাই ।জঙ্গী সংঘটন সেই গত তত্ত্বাবধক সরকার বিলুপ্ত করে দিয়েছিল ।
কিন্তু লীগের নেতা কর্মীরা কিছুদিন আগে যেভাবে দেশকে জঙ্গী মুক্ত করার কথা বলছে মনে হয়েছিল যে বাংলাদেশ পাকিস্তানে পরিণত হয়েছে ।হঠাৎ বিলুপ্ত হওয়া জঙ্গীরা লীগের নেতা কর্মীদের মুখে জেগে উঠেছিল ।আরে জঙ্গী থাকলে মুক্ত করা কথা আসতেছে না থাকলে কী মুক্ত করবি ? জনগণকে ফোকাস করার জন্য লীগ বাহিনী অনেক কিছুই করে যে গুলো পরবর্তীতে অতীব হাস্যকর হয়ে পড়ে ।
আমি কিন্তু জঙ্গীবাদ বিরুধী ।
অনেক দিন পর লগইন করলাম ।সকল ব্লগার ,প্রশাসক ও ভ্রমণকারীদের জানায় অনেক শুভেচ্ছা ।
বিষয়: রাজনীতি
১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন